পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি গাড়ি দিলো কোরিয়া প্রজাতন্ত্র

Passenger Voice    |    ০৩:১২ পিএম, ২০২৪-০২-২৫


পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি গাড়ি দিলো কোরিয়া প্রজাতন্ত্র

কোরিয়া প্রজাতন্ত্র ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী  উপলক্ষে দেশটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাতটি প্রটোকল গাড়ি উপহার দিয়েছে।  

রোববার (২৫ ফেব্রুয়ারি) পদ্মা স্টেট গেস্ট  হাউসে এক অনুষ্ঠানে এ গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান নাঈম উদ্দিন আহমেদ, এশিয়া ও প্যাসিফিক উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রটোকল গাড়ি দেওয়ার জন্য কোরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এ গাড়িগুলো বাংলাদেশ সরকারকে আরও সফল প্রোটোকল দায়িত্ব পালনে সহায়তা করবে।

দেশটির রাষ্ট্রদূত বলেন, কোরিয়া সব সময় বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাতটি বিলাসবহুল কোরিয়ান গাড়ি কূটনৈতিক সম্পর্ক আরও ভালো অবদান রাখবে।


প্যা/ভ/ম